Your Best Way For Computer Learning

22.03.09-Details

21/03/2009 19:17


উইন্ডোজ এক্সপ্লোরারে View -> Details এর মাধ্যমে কোন ফোল্ডারের অধীনে সব ফাইল/ফোল্ডারের অনেক তথ্য দেখা যায়। যেমন:- Type, File Size, Date Modified ইত্যাদি। কিন্তু সরাসরি Folder Size দেখানোর কোন অপশন বাই-ডিফল্ট নেই। ফলে কোন ফোল্ডারের সাইজ কতটুকু তা সরাসরি দেখা যায় না। দেখতে হলে ফোল্ডারে  রাইট ক্লিক দিয়ে Properties এ গিয়ে দেখতে হয়। ছোট্ট একটা ফ্রিওয়্যার এডইন ইনস্টল করে আপনি সারাসরি ফোল্ডার সাইজ ও দেখতে পারবেন। এডইনটির নাম হল FolderSize।

FolderSize এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। সাইজ মাত্র ২২৪ কিলোবাইট। ইনস্টল করার পর কোন ফোল্ডার খুলে View -> Details এ ক্লিক করুন। এবার Name, Size, Type, Date Modified যে সারিতে লেখা আছে সেখানে রাইট মাউস ক্লিক করে Folder Size সিলেক্ট করুন। এখন Folder Size নামে একটা কলাম দেখতে পাবেন যেখানে ফোল্ডারের সাইজ দেখাবে। এছাড়া সফটওয়্যারটি ইনস্টল করার পর কন্ট্রোল প্যানেলে Folder Size নামে একটা শর্টকাট দেখতে পাবেন।

 

This is powered by Computer & Electronics

 

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit