Your Best Way For Computer Learning

Anti uns

18/03/2009 16:15

এন্টিভাইরাস আনইনস্টল করতে পারছেন না??

অনেক সময় এন্টিভাইরাস সফটওয়্যারগুলো কোনভাবেই আনইনস্টল হতে চায় না। তখন পড়তে হয় মহা ঝামেলায়। অনেক ক্ষেত্রে পিসি ফরম্যাট করে উইন্ডোজ ইনস্টল করা ছাড়া আর কোন উপায় থাকে না। এই সমস্যা সমাধানের জন্য আজ আপনাদের একটা আনইনস্টলার সফটওয়্যারের খোঁজ দেব যা Norton, Kaspersky, Avast, AVG, BitDefender ইত্যাদি এন্টিভাইরাস সফটওয়্যার পিসি থেকে সম্পূর্নরুপে আনইনস্টল করতে পারে। এছাড়া সফটওয়্যারটি দিয়ে সরাসরি উল্লেখিত এন্টিভাইরাসগুলোর আপডেট ডাউনলোডের লিংকে চলে যাওয়া যায়।

বোনাস হিসেবে রয়েছে Auto Run, Hijack, Rootkit ইত্যাদি ক্লিনার সহ আরো কিছু ইউটিলিটি। সফটওয়্যারটির নাম হল AntiVirus Removal 2009। ডাউনলোড করুন Mediafire অথবা Rapidshare থেকে।
 

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে লিখেছেন: মোঃ আব্দুর রহমান   

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit