Your Best Way For Computer Learning

Avg upd

18/03/2009 16:18

বর্তমানে অনেকেই AVG Antivirus সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। কিন্তু বেশিরভাগই ফ্রি ভার্শন ব্যবহার করেন। এই ফ্রি ভার্শন সর্বোচ্চ ১ বছরের জন্য পাওয়া যায়। কয়েকদিন আগে একটি কম্পিউটার প্রতিষ্ঠান এর হার্ডডিস্ক থেকে একটি সিরিয়াল কী পেলাম, যা দিয়ে আপনি আপনার AVG Virus সফটওয়্যারকে ১০ বছরের জন্য রেজিষ্ট্রেশন করতে পারেন। যদি AVG Virus সফটওয়্যারটি না থাকে, AVG ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। তারপর সেটাপ এর সময় সিরিয়াল কী এর জায়গায় ডাউনলোড করে কী টি ব্যবহার করুন। এরপর আপডেট করে ব্যবহার করুন। অন্য একটি বিষয় হচ্ছে, লাইভ আপডেট করা (আপডেট) ডেটাগুলোকে আপনি C: -> Documents and Settings -> All Users -> Application Data -> avg8 -> update -> download লোকেশন থেকে কপি করে অন্য কোন কম্পিউটারও আপডেট করতে পারবেন।

ফলে বার বার ডাউনলোড করতে হবে না। তবে হয়তো সেটআপ এর সময় বলতে যে আপনার এই সিরিয়াল কি এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে আপনার পিসির সিস্টেম ক্যালেন্ডার কিছুদিন পিছিয়ে সেটাপ করুন। তবে মনে হয় না এই ধরনের সমস্যা করবে।

ডাউনলোড কী

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে লিখেছেন: Solaiman 

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit