Your Best Way For Computer Learning

Driver Lost

18/03/2009 15:28

আপনার পিসিটা বিভিন্ন রকম সমস্যা করছে। হার্ডডিস্ক ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করা ছাড়া আর উপায় নেই। কিন্তু ফরম্যাট করতে পারছেন না, কারণ পিসির সাথে যেসব ড্রাইভার সিডি ছিল সব হারিয়ে ফেলেছেন। চিন্তার কিছু নেই, আপনার পিসিতে ইনস্টল হওয়া ড্রাইভার থেকেই একটা ড্রাইভার ব্যাকআপ সিডি করে নিতে পারবেন। এই কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়।

আমরা Portable Driver Magician Lite সফটওয়্যারটি ব্যবহার করব। এটি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে। সাইজ ১.৭৮ মেগাবাইট। ডাউনলোড হয়ে গেলে আনজিপ করে Driver Magician Lite চালু করুন। আপনার পিসিতে যত রকম ড্রাইভার ইনস্টল আছে সবগুলোর তালিকা দেখাবে। Select All বাটনে ক্লিক করে Start Backup বাটনে ক্লিক করে সব ড়্রাইভারের একটা ব্যাকআপ তৈরী করতে পারবেন। তবে সব ড্রাইভারের প্রযোজন সাধারনত হয় না কারণ বেশিরভাগই বাই-ডিফল্ট অপারেটিং সিস্টেম থেকে পেয়ে যায়। এক্ষেত্রে আপনি Provider কলামে Microsoft লেখা যা আছে সব বাদ দিয়ে অন্যগুলো নিতে পারেন।

 

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে লিখেছেন: জুয়েল

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit