Your Best Way For Computer Learning

KS-Renamer

21/03/2009 08:36


ফাইল রিনেম করা শুনতে খুব সহজ একটা কাজ মনে হলে ও মাঝে মাঝে এটা অনেক জটিল আর সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। যেমন কিছু সমস্যার কথা ভেবে দেখা যাক:
১. ৩০০ টা বিভিন্ন নামের ইমেজ ফাইলের নাম পরিবর্তন করতে হবে। My_Picture_01, My_Picture_02 এইভাবে ৩০০ পর্যন্ত।
২. ৩০০ টা বিভিন্ন নামের ইমেজ ফাইলের প্রথমে ক্রমিক নাম্বার বসাতে হবে।
৩. একটা ওয়েবসাইট থেকে শ-খানেক mp3 ডাউনলোড করেছেন সবগুলোর নামের শেষে (www.some_site.com) আছে। ফাইলের নাম অপরিবর্তিত রেখে শুধু (www.some_site.com) লেখাটা মুছবেন।
৪. কোন ফাইলের নাম আছে বড়-হাতের অক্ষরে আবার কোন ফাইলের নাম ছোট-হাতের অক্ষরে। সবগুলোকে একটা ফরম্যাটে করবেন। যেমন:- Uppercase, Lowercase, First letter capital, Capitilize every word ইত্যাদি।

উপরে উল্লেখিত বিষয়গুলো সহ আরো অনেক ক্ষেত্রেই ফাইল রিনেম করার জন্য সাধারন নিয়মে একটা একটা করে করতে গেলে অনেক সময় ও ধৈর্য্যের পরিচয় দিতে হবে। তাই এসব ক্ষেত্রে ReNamer আপনার জন্য আশীর্বাদ স্বরুপ। অত্যন্ত দরকারী এই ফ্রিওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে।

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit