Your Best Way For Computer Learning

Shatdoun

18/03/2009 15:21

কম্পিউটার দ্রুত শাটডাউন এবং রিস্টার্ট করুন

অনেক সময় কম্পিউটার দ্রুত শাটডাউন/রিস্টার্ট করার প্রয়োজন হয়। কিন্তু Start Menu -> Turn Off -> Computer -> Turn Off/Restart করতে সময় খরচ হয়ে যায় অহেতুক। এর সমাধান করা যায় একটি শর্টকাট কমান্ডের মাধ্যমে। শর্টকাট তৈরী করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:

শাটডাউন শর্টকাট:
১. ডেস্কটপে রাইট মাউস ক্লিক করে New -> Shortcurt এ ক্লিক করুন।
২. এবার বক্সে Shutdown -s -t 1 লিখে Next ক্লিক করুন।
৩. shutdown এর পরিবর্তে Quick Shutdown লিখে Finish ক্লিক করুন।
ডেস্কটপে Quick Shutdown নামে একটা শর্টকাট তৈরী হবে। এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই আপনার পিসি শাটডাউন হওয়া শুরু করবে।

রিস্টার্ট শর্টকাট:
১. ডেস্কটপে রাইট মাউস ক্লিক করে New -> Shortcurt এ ক্লিক করুন।
২. এবার বক্সে Shutdown -r -t 1 লিখে Next ক্লিক করুন।
৩. shutdown এর পরিবর্তে Quick Restart লিখে Finish ক্লিক করুন।
ডেস্কটপে Quick Restart নামে একটা শর্টকাট তৈরী হবে। এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই আপনার পিসি রিস্টার্ট হওয়া শুরু করবে।
 

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে লিখেছেন: Masud Anwar

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit