Your Best Way For Computer Learning

SP-2 to SP3

18/03/2009 18:35


আপনার কাছে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর সিডি থাকলে সেটাকে আপডেট করে সার্ভিস প্যাক ৩ তে রুপান্তর করতে পারবেন। এজন্য আপনার কি কি প্রয়োজন হবে তা নিম্নরুপ:

১. এক্সপি সার্ভিস প্যাক ৩ প্যাকেজ। ডাউনলোড করুন এখান থেকে।
২. ডটনেট ফ্রেইমওয়ার্ক ২.০ ইনষ্টল করা থাকলে ডাউনলোড করা লাগবে না। না থাকলে ডাউনলোড করুন এখান থেকে।
৩. Nlite Deployment Tool. ডাউনলোড করুন এখান থেকে।
৪. সিডি রাইটার।

৪ নাম্বারটা না হলেও আপনি অন্তত সার্ভিস প্যাক ইন্টিগ্রেট করতে পারবেন। পরে অন্য কোন পিসি থেকে সিডিতে রাইট করতে পারবেন।

এবার আসি কিভাবে করতে হবে। প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করা শেষ করুন। আপনার কাছে থাকা ইউন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর সিডির সব ফাইল কপি করে একটা ফোল্ডারে রাখুন। এবার রান করুন Nlite। নেক্সট বাটনে ক্লিক করুন। কপি করা এক্সপি ফোল্ডারটি সিলেক্ট করে নিন। এবার আসবে Preset, এটাকে বাদ দিয়ে নেক্সট এ ক্লিক করুন। ক্লিক করুন সার্ভিস প্যাক এ। hotfixes, add-ons and update packs এ ক্লিক করুন যদি অন্য কোন সফটওয়্যার এড করতে চান। থার্ডপার্টি সফটওয়্যার এড করতে চাইলে আরেকটু কাজ বাকি আছে, সেদিকে যাচ্ছি না। তবে IE 7 বা IE 8 ও Windows Media Player 11 এড করতে পারবেন সহজেই। Windows Media Player 11 এড করার আগে আপনাকে WMP 11 Sliptreamer ডাউনলোড ও ইনষ্টল করে নিতে হবে। ডাউনলোড করুন এখান থেকে। তার পরে ক্লিক করে Bootable ISO নেক্সট বাটনে যান। ডাউনলোড করা সার্ভিস প্যাক ৩ ফাইলটা সিলেক্ট করে নিন। নেক্সট বাটনে ক্লিক করুন। ইন্টিগ্রেট করা শেষ হলে সাকসেস ম্যাসেজ পাবেন। এবার নেক্সট ক্লিক করে IE 7 or IE8 এবং Windows Media Player 11 সিলেক্ট করে নিন। এড করা শেষ হলে নেক্সট এ ক্লিক করে তাৎক্ষনিক বুটেবল সিডি বানাতে চাইলে Direct Burn সিলেক্ট করে Label বক্স এ নাম দিয়ে Burn ক্লিক করুন। পরে অথবা অন্য পিসি থেকে সিডিতে রাইট করতে চাইলে Create Image সিলেক্ট করে Make ISO তে ক্লিক করুন। সেভ করার লোকেশন দিয়ে নাম বসিয়ে ওকে করুন। ব্যাস, আপনার ইউন্ডোজ এখন সার্ভিস প্যাক ৩ হয়ে গেল। সেই সাথে ইনষ্টল করার পরেই পেয়ে যাবেন IE 7 অথবা IE 8 এবং Windows Media Player 11।

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit