Your Best Way For Computer Learning

Spywere

18/03/2009 16:17

স্পাইওয়্যার জিনিসটা কি? আপনার পিসি কি স্পাইওয়্যার মুক্ত? নাম দেখেই এটার পরিচয় পাওয়া যায়। স্পাইওয়্যার হল এক ধরনের গুপ্তচর বৃত্তির প্রোগ্রাম। হ্যাকাররা এসব প্রোগ্রাম ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে দেয়। এসব প্রোগ্রাম পিসির ব্যাকগ্রাউন্ডে থেকে ব্যবহারকারীর কার্যক্রম নজর রাখতে থাকে। এবং ব্যবহারকারীর অজান্তেই তার গুরুত্বপূর্ন তথ্য যেমন:- ইমেইল এড্রেস, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য এবং বিভিন্ন ডকুমেন্টস ইত্যাদি হ্যাকারদের কাছে পাচার করতে থাকে। স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত পিসিতে বিভিন্ন রকম লক্ষন থাকে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার পিসিটি আক্রান্ত। যেমন:- ব্রাউজারে অপরিচিত টুলবার ইনস্টল হয়, বিনা কারনে ব্রাউজার ক্র্যাশ করে, ব্রাউজারের হোমপেজ হাইজ্যাক হয়ে যায়(ব্রাউজার চালু করলেই নির্দিষ্ট কিছু ওয়েবসাইট খুলে যায়) ইত্যাদি। তবে এসব লক্ষন ছাড়াও পিসি স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে।

পিসিকে স্পাইওয়্যার মুক্ত রাখার জন্য বিভন্ন এন্টি-স্পাইওয়্যার পাওয়া যায়। তবে বেশিরভাগই টাকা খরচ করে কিনতে হয়। আর না কিনে এসব এন্টি-স্পাইওয়্যারের ক্র্যাক করা ভার্শন ব্যবহার করলে ও পিসি স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে। তাই আপনাদের আজ একটা সম্পূর্ন বিনামূল্যে পাওয়া যায় কিন্তু প্রফেশনাল এন্টি-স্পাইওয়্যারের নাম বলব। এটি হল Spybot - Search & Destroy। এটি আপনার পিসির যে কোন ধরনের স্পাইওয়্যার শনাক্ত ও পরিস্কার করতে পারে। Spybot - Search & Destroy এর নিয়মিত আপডেট বের হয় ফলে নতুন কোন স্পাইওয়্যার বের হলে ও তা এটি সনাক্ত করতে পারে তাই আপনি সব সময় স্পাইওয়্যার থাকবেন। বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে লিখেছেন: জুয়েল   

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit