Your Best Way For Computer Learning

WD-font

19/03/2009 15:44

পদ্ধতিটা পুরানো, তবে কাজের। কেউ যদি তার সাইটে কোন ইউনিকোড ফন্ট এম্বেড করে দেয় এতে করে , ইউনিকোড সাপোর্ট নাই উইন্ডোজে ও তার এম্বেডিং করা ফন্ট দেখতে পাবে। এর একটা উদাহারন হলো  https://techtunes.com.bd সাইটটি। এটার আরেকটা সুবিধা হলো, আপনি ডিফল্ট ফন্ট হিসাবে পছন্দনুযায়ী একটা ফন্ট এম্বেডিং করে দিতে পারছেন। বিষয়টা আরো পরিস্কার করি আপনার এক্স পি তে যদি icomplex script সেটাপ করা না থাকে তাহলে ইউনিকোড ভিত্তিক সাইটগুলির ফন্ট প্রর্দশিত হবে না। অথচ উপরোক্ত পদ্ধিতে যদি আপনি ফন্ট এম্বেডিং করে রাখেন তাহলে ফন্ট প্রর্দশিত হবে। তবে শুধু মাত্র ইন্টারনেট এক্সপ্লোরারে আপনার এম্বেডিং করা ফন্টটি প্রর্দশিত হবে। এম্বেড করার সয়ম ইডনিকোড সাপোর্ট করে এমন একটা ফন্ট ব্যবহার করুন। এতে করে সব ব্রাউজারেই( ইউনিকোড সাপোর্টেড ও এস এর বেলায়) সেই ফন্টটা প্রর্দশিত হবে। ওয়েভ পেইজ ডেভেলেপমেন্ট এর সাথে জড়িত যারা আছেন তাদের কাজে আসবে।

 

 

ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন।

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit